টাঙ্গাইলে জাতীয় পাঠাগার সম্মেলন ডিসেম্বরে

প্রেস বিজ্ঞপ্তি

জ্ঞান-নির্ভর ন্যায়-ভিত্তিক সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা মানুষের বহু দিনের। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে সমাজের সর্বস্তরে চিন্তার একটি ঐক্যসূত্র অত্যাবশ্যক। জ্ঞান-নির্ভর ন্যায়-ভিত্তিক সমাজ নির্মাণে “পাঠাগার হোক গণমানুষের বিদ্যালয়” এ শ্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশে বেসরকারিভাবে যে পাঠাগারগুলো গড়ে উঠেছে সেই সমস্ত পাঠাগারের সংগঠকবৃন্দের সাথে পারস্পরিক ভাব বিনিময়, যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক নানা সমস্যা নিয়ে মতবিনিময়, সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা এবং পাঠাগারগুলোর সাথে চিন্তার ঐক্যসূত্র গড়ে তুলা ইত্যাদি নানা বিষয় নিয়ে অর্জুনা ভূঞাপুর, টাঙ্গইলে আগামী ২২-২৪ ডিসেম্বর ২০২২খ্রি: ৩ দিন ব্যাপী একটি পাঠাগার সম্মেলনের আয়োজন হচ্ছে।

ঐতিহাসিক এই সম্মেলন সফল করার জন্য গত ৩রা জুন ঢাকার পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আবদুস ছাত্তার খানকে( সংগঠক, গ্রাম পাঠাগার আন্দোলন) আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করা হয়েছে। উক্ত সম্মেলনে আশা করা হচ্ছে দেশের হাজারেরো অধিক পাঠাগার থেকে দুই হাজারের অধিক সংগঠক অংশগ্রহণ করবে। আশা করা হচ্ছে দেশের অনেক বরেণ্য ব্যাক্তিবর্গ সম্মেলন প্রাঙ্গনে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

সম্মেলনে দেশের নানা প্রান্ত থেকে যে সংগঠকবৃন্দ আসবেন তাদের তিনদিনের থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা থাকবে। অংশগ্রহণের জন্য সার্টিফিকেট, ক্রেস্ট, টি-শার্ট এবং একটি প্রকাশনা থাকবে যেখানে অংশগ্রহণকারী পাঠাগারগুলোর পরিচিতি থাকবে।

এই ঐতিহাসিক সম্মেলনে আপনার পাঠাগারের উপস্থিতি আয়োজনকে আরো স্বার্থক ও অর্থবহ করে তুলবে বলে মনে করেন সংগঠকরা। এই সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন কোন পাঠাগার বা ব্যক্তি।

আবেদন ফর্ম লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLScZCtQ0BaDgdBe6u1jaadbJ0blchuZGXfC-4Gkj_DGlbOtPag/viewform

সম্মেলনের তারিখ : ২২-২৪ ডিসেম্বর ২০২২খ্রি:
স্থান : অর্জুনা ভূঞাপুর, টাঙ্গাইল।

গুগল ম্যাপ : https://www.google.com.bd/maps/@24.5192601,89.8449433,18z?hl=en&authuser=0

বিস্তারিত জানুন,
আবদুস ছাত্তার খান
আহ্বায়ক
সম্মেলন প্রস্তুতি কমিটি
০১৭৫২০২৩১৭৭

One thought on “টাঙ্গাইলে জাতীয় পাঠাগার সম্মেলন ডিসেম্বরে

Leave a Reply to আবদুস ছাত্তার খান Cancel reply

Your email address will not be published. Required fields are marked *