জ্ঞানান্বেষণ পাঠাগার’র বার্ষিক শিক্ষাসফর সমাপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি:

জ্ঞানান্বেষণ পাঠাগার’র পাঠক ও শিশুদের বার্ষিক শিক্ষাসফর সফলভাবে সমাপ্ত হলো। শুরুতেই রামু থেকে কক্সবাজার রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড (সাগরতলের রহস্য) পরিদর্শন করেন শিশুরা। এরপর হিমছড়ি জাতীয় উদ্যানে প্রাকৃতিক গুহা, পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন পাঠকেরা।

সর্বশেষ ইনানী সালসা বিচ পয়েন্টে ফুটবল খেলায় মেতে উঠে যুব-শিশু পাঠকেরা। মোট ৩৯ জন পাঠক এই সফরে সাথে ছিলেন। সর্বশেষ র‌্যাফেল ড্র ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক শিক্ষাসফর।

জ্ঞানান্বেষণ পাঠাগার’র বার্ষিক এই শিক্ষাসফরে রামু উপজেলা প্রশাসনের শিক্ষাবান্ধব উদ্যোগে স্বপ্নযাত্রা বাস দিয়ে অকৃত্রিম সহযোগিতা করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।

পাশাপাশি রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে প্রবেশে সহযোগিতা করেছেন কক্সবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

জাতীয় উদ্যানে প্রবেশ ও পরিদর্শনে বিশেষ সহযোগিতা করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কর্মকর্তাবৃন্দ।

সহযোগী সকলের প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করছি।

পাঠাগার’র বার্ষিক এই শিক্ষাসফরে শিশু ও যুব পাঠকদের জানা-অজানা নানান অধ্যায় উন্মোচন হলো। আমরা বিশ্বাস করি সুন্দর সমাজ গঠনে এই বার্ষিক শিক্ষাসফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *