শুভেচ্ছা জানবেন। জরুরি পরিস্থিতিতে অর্থ সংকটের কারণে সাময়িকভাবে পাঠাগার চালু করার জন্য আগস্ট মাসের শুরুতে কাঠের বেড়া আর টিন দিয়ে আমরা সাময়িক পাঠকক্ষের কাজ শুরু করেছিলাম। কাজ শুরু থেকে এই পর্যন্ত মোট প্রাপ্ত ও খরচের হিসাব সকলের জানার সুবিধার্থে প্রকাশ করা হলো। পাশাপাশি আপনাদের মতামত, সমালোচনা ও সহায়তা আশা করছি।
বি:দ্র: পাঠকক্ষ নির্মাণের কাজ এখনো অসম্পূর্ণ। ধার-দেনার কারণে আপাতত কাজ স্থগিত রাখা হলো। পরবর্তীতে ফান্ড পাওয়া সাপেক্ষে আবারো কাজ শুরু হবে।
————————————————
মোট প্রাপ্ত টাকা: ২৯,০৮০/= টাকা।
মোট খরচ: ৫৪,০৩৩/= টাকা।
মোট উদ্বৃত্ত: ২৪,৯৫৩/= টাকা।
————————————————
(১)বকেয়া টিন ক্রয়: ২,৬৬১/= টাকা।
(২) বকেয়া কাঠ ক্রয়: ১১,৫০০/= টাকা।
(৩) বকেয়া মিস্ত্রির বেতন: ৪,০০০/= টাকা।
জ্ঞানান্বেষণ পাঠাগার পুনঃনির্মাণে সহযোগিতা পাঠাতে পারবেন পাঠাগারনামীয় জনতা ব্যাংকের রামু শাখার সঞ্চয়ী হিসাব নাম্বার (০১০০১৩৯৭০৪৮১৩) ও ব্যক্তিগত বিকাশ, রকেট, নগদ (০১৮৭৩১৮৮১৩৮) নাম্বারে।
হিসাব প্রস্তুতকারক,
নিরব বড়ুয়া
কোষাধ্যক্ষ, জ্ঞানান্বেষণ পাঠাগার।
০১৮৭৩-১৮৮১৩৮