রামু’র ইতিহাস নিয়ে পাঠচক্র

প্রেস বিজ্ঞপ্তি

অ্যাডভোকেট শিরুপন বড়ুয়ার লেখা “রামু: ইতিহাস-প্রেক্ষাপট-জনশ্রুতি” বই নিয়ে পাঠচক্র ও লেখক আড্ডা সমাপ্ত হয়েছে। ০২ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় জ্ঞানান্বেষণ প্রাঙ্গণে এই পাঠচক্র অনুষ্টিত হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পাঠচক্রে উপস্থিত ছিলেন লেখক শিরুপন বড়ুয়া।

জ্ঞানান্বেষণ সভাপতি শিপ্ত বড়ুয়া’র সঞ্চালনায় পাঠচক্রে উপস্থিত ছিলেন, কমল বড়ুয়া, মামুন বড়ুয়া, রিজন বড়ুয়া, পিয়াল বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, শিরোপা বড়ুয়া, অহনা বড়ুয়া প্রমুখ।

পাঠচক্রে রামু বই থেকে “রামু কতটা প্রাচীণ” বিষয়ের উপর আলোচনা হয়। এসময় রামু রামকোটের ইতিহাস নিয়ে ব্যাখ্যা দেন লেখক শিরুপন বড়ুয়া। এছাড়া উক্ত পাঠচক্র পরবর্তী রামু’র বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়েও ভবিষ্যতে কাজ করার কথা ব্যক্ত করেন লেখক শিরুপন বড়ুয়া।

জ্ঞানান্বেষণ সভাপতি শিপ্ত বড়ুয়া বলেন, প্রতি শুক্রবার সকাল ১০ টায় বিভিন্ন বিষয় নিয়ে পাঠচক্রের আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *