প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের আবু তাহেরের স্ত্রী রহিমা আক্তারের জরায়ুর টিউমার অপারেশনে অর্থ সহায়তা দিলো জ্ঞানান্বেষণ পাঠাগার। দরিদ্র ও দিনমজুর হওয়ায় আবু তাহের জ্ঞানান্বেষণ পাঠাগার’র চিকিৎসা তহবিল থেকে চিকিৎসায় সহযোগিতা চাইলে দুই হাজার টাকা সহযোগিতা দেওয়া হয়।
পাঠাগার’র অস্থায়ী ভবনে বৃহস্পতিবার রাতে জ্ঞানান্বেষণ পাঠাগার’র সভাপতি আব্দুল মান্নান আবু তাহেরের হাতে চিকিৎসা সহায়তার টাকা তুলে দেন। আব্দুল মান্নান বলেন, শুরু থেকে আমাদের জ্ঞানান্বেষণ পাঠাগার’র একটি চিকিৎসা তহবিল অসহায় দরিদ্র রোগীদের জন্য আছে। এলাকায় এর আগেও তিনজন মরণাপন্ন রোগীর চিকিৎসায় সহযোগিতা করেছে জ্ঞানান্বেষণ পাঠাগার।
জানা গেছে, চিকিৎসা সহায়তা তহবিলে সহযোগিতা পাঠাতে পারেন যেকেউ। জনতা ব্যাংকের রামু শাখার জ্ঞানান্বেষণ পাঠাগারনামীয় সঞ্চয়ী হিসাব নাম্বার (০১০০১৩৯৭০৪৮১৩) ও পারসোনাল বিকাশ, রকেট ও নগদ (০১৮৭৩১৮৮১৩৮) নাম্বারে।