কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের মৃদুল বড়ুয়ার স্ত্রী রুপ্তি বড়ুয়া প্রকাশ বৈশাখী বড়ুয়া। দীর্ঘদিন ধরে পেটের নানান সমস্যায় ভুগছেন তিনি। মৃদুল বড়ুয়া প্রকাশ বসিরা পেশায় দিনমজুর। অভাব-অনটনের সংসারে দীর্ঘদিন ধরে সাধ্যমতো নিজ স্ত্রীর চিকিৎসায় ব্যয় করেছেন অনেক অর্থ।
বর্তমানে স্ত্রীর চিকিৎসা ও ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যয়ভার তার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। ডাক্তার বলেছে রুপ্তি বড়ুয়াকে দ্রুত সময়ের মধ্যে পেটের অপারেশন করাতে না পারলে যেকোন মুহুর্তে মৃত্যুও হতে পারে। প্রায় এক লাখ টাকা প্রয়োজন রুপ্তি বড়ুয়ার চিকিৎসায়।
আমরা নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো ৫০ টাকা থেকে শুরু করে অন্য পরিমাণ অর্থ সহায়তা দিলেই বাঁচবে রুপ্তি বড়ুয়া ও একটি পরিবার। আমরা হাসি ফুটাতে চাই রুপ্তি বড়ুয়ার মুখে। রুপ্তি বড়ুয়ার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন তার স্বামীর এই (01861482455) নাম্বারে। আমাদের এই উদ্যেগে আপনি সঙ্গি হবেন তো?
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ ও নগদ (পারসোনাল): 01861482455