প্রেস বিজ্ঞপ্তি
গ্রীণ এসভায়রন মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার উদ্যেগে কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও মন্দির, মসজিদে বৃক্ষরোপন ও বিভিন্ন প্রকার ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে প্রায় ৭৬০০টি গাছের চারা বিতরণ করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর তিনদিনব্যাপী এই বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে। তারেই পরিপেক্ষিতে ২৮শে সেপ্টেম্বর জ্ঞানান্বেষণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে প্রায় ১০০টি গাছের চারা রোপন করা হয়।
গ্রীণ এনভায়রন মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ বলেন, পৃথিবীকে সবুজ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে এই আয়োজন। পৃথিবীর ভারসাম্য রক্ষায় সবুজায়নের ভূমিকা অনেক বলে মন্তব্য করেন তিনি।
চারা বিতরণ ও রোপনের সময় গ্রীণ এনভায়রন মুভমেন্ট ও জ্ঞানান্বেষণ পাঠাগার কর্মীরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও পাঠাগার’র সাথে পরিবেশ নিয়ে নানান কর্মসূচির কথা জানান সংগঠকেরা।