শুভেচ্ছা জানবেন। জেনে আনন্দিত হবেন মার্চ থেকে পুনরায় শুরু হওয়া জ্ঞানান্বেষণ পাঠাগার পুনঃনির্মাণের কাজ আরও একধাপ এগিয়ে গেলো। দীর্ঘদিন পুনঃনির্মাণের কাজ বন্ধ থাকার পর আপনাদের আর্থিক ও মানসিক প্রচেষ্টায় আমরা মার্চের শুরুতে আবারো কাজ শুরু করেছিলাম। আজ ০৩ জুন অর্থ সংকটের কারণে আবারো আমাদের পুনঃনির্মাণের কাজ অনির্ধারিত সময়ের জন্য স্থগিত করা হলো। পাশাপাশি মার্চ মাস থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আপনাদের পাঠানো টাকা আমরা কোন কোন খাতে ব্যয় করেছি সে হিসাব নিচে দেওয়া হলো। পাশাপাশি একটি চিত্রের মাধ্যমে পুনঃনির্মাণ কাজের অগ্রগতি দেখানোর চেষ্টাও করেছি। আপনারা যারা শুরু থেকে জ্ঞানান্বেষণ পাঠাগার পুনঃনির্মাণের পাশে ছিলেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সুন্দর জীবন কামনা করছি।
বিশেষ জ্ঞাতার্থে জানাতে চাই মার্চ মাস থেকে শুরু করে আজ ০২ জুন পর্যন্ত বিভিন্ন খাত থেকে প্রাপ্ত জমা ও খরচ:
সহযোগিতা পেয়েছি মোট ৬৩,০৫৯/=(তেষট্টি হাজার ঊনষাট টাকা মাত্র)
এর বিপরীতে মোট খরচ হয়েছে ৯০,৮৯৪/=(নব্বই হাজার আটশত চুরানব্বই টাকা মাত্র)।
সুতরাং পাঠাগার পুনঃনির্মাণের এ পর্যায়ে দেনা হলো ২৭,৮৩৫/=(সাতাশ হাজার আটশত পয়ত্রিশ টাকা মাত্র)।
উক্ত হিসাবের প্রমাণক হিসেবে নগদান বইয়ে নিয়মিত জমা ও ব্যয় লেখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মালামাল ক্রয়ের ভাউচারও সংগ্রহে রাখা আছে। তথ্য জানার সুবিধার্থে নগদান বইয়ের তিন মাসের হিসাবের ছবি সংযুক্ত করা হলো।
[বি:দ্র: ফান্ড সংগ্রহ করা সাপেক্ষে পাঠাগার পুনঃনির্মাণের পরবর্তী পর্যায়ে ১০২৪ স্কয়ার ফুটের ছাদ জমানোর কাজ শুরু করা হবে।]
(বি:দ্র: পাঠাগারের সকল প্রকার কার্যক্রমের বিষয়ে আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের কাম্য। আমাদের বিষয়ে অভিযোগ ও মতামত জানাতে মেসেজ দিন অথবা ফোন করুন।)
——–সহযোগিতা পাঠাতে চাইলে——-
হিসাবের নাম : জ্ঞানান্বেষণ পাঠাগার
সঞ্চয়ী হিসাব নং : ০১০০১৩৯৭০৪৮১৩
রাউটিং নাম্বার : ১৩৫২২০৮৫০
জনতা ব্যাংক লিমিটেড, রামু শাখা।
(বিকাশ, রকেট,নগদ)
(পারসোনাল একাউন্ট) ০১৮৭৩-১৮৮১৩৮