শুভেচ্ছা জানবেন। ইতোমধ্যেই জ্ঞানান্বেষণ পাঠাগারে চারটি বুকসেলফের প্রতিটি কোণা বইয়ে সমৃদ্ধ। তার বিপরীতে আরও অনেক বই এলোমেলোভাবে রাখা আছে।
গতমাসে নতুন বুকসেলফ চেয়ে আমরা বিভিন্নভাবে আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে পাঠাগারে নতুন একটি বুকসেলফ দিয়েছেন পাঠাগার’র উপদেষ্টা সদস্য রামু উত্তর মিঠাছড়ি গ্রামের সন্তান ফ্রান্স প্রবাসী পিয়াল বড়ুয়া। এর আগেও তিনি বিভিন্নভাবে পাঠাগার’র পাশে ছিলেন।
এর মধ্য দিয়ে পাঠাগারে যুক্ত হলো নতুন এক পর্বের। সিদ্ধান্ত অনুযায়ী এই বুকসেলফটিতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়িকা, চাকরির ও উচ্চ শিক্ষা বিষয়ক সহায়ক বই রাখা হবে যাতে রামুর সর্বস্তরের ছাত্র-ছাত্রীরা বই ধার নিয়ে প্রস্তুতি নিতে পারে।
জ্ঞানান্বেষণ পাঠাগার কার্যকরী পরিষদ পিয়াল বড়ুয়া’র প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করছে।