প্রেস বিজ্ঞপ্তি
ড. মুহাম্মদ জাফর ইকবাল যদি আজকে খালি জানালাটা খুলে বাইরে তাকাইতেন, দেখতেন নিজের বইয়ের চরিত্রগুলা আজকে রাস্তায়। রাশেদ, দীপু, তপু, শাওলী সবাইকে দেখতে পাইতেন।
জ্ঞানান্বেষণ পাঠাগার’র সকল লেখক, পাঠক, শুভানুধ্যায়ীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, কার্যকরী পরিষদের এক জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে ড. মুহম্মদ জাফর ইকবালের অবস্থান অত্যান্ত নিন্দনীয় ও আদর্শিক জায়গা থেকে বর্জনীয়। আমরা মনে করি চলমান আন্দোলনের সাথে জাফর ইকবালের অবস্থান তার স্ব-বিরোধী।
সুতরাং, জ্ঞানান্বেষণ পাঠাগারে থাকা জাফর ইকবালের সকল বই (সর্বমোট ২৯টি বই) পাঠাগার থেকে সরিয়ে ফেলা হলো। পাশাপাশি ভবিষ্যতে তার যেকোন বই সংগ্রহ নিষিদ্ধ করা হলো। আরও জানানো যাচ্ছে যে, যতদিন না তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রতি তার অবস্থান পরিবর্তন না করবেন জ্ঞানান্বেষণ পাঠাগারের এই সিদ্ধান্ত বহাল থাকবে।ধন্যবাদ।