কম্পিউটার ক্রয়ে সহযোগিতার অনুরোধ

শুভেচ্ছা জানবেন। ওয়ালটন ব্রান্ডের একটি সিপিইউ ও মনিটর কেনা হলো মাসখানেক আগে।

৩৩,৭৫০/= টাকা দামের সিপিইউ ক্রয় করা হয়েছে কিস্তি সুবিধার মাধ্যমে। দশ হাজার টাকা নগদ দিয়ে বাকি টাকা ৬ মাসের কিস্তিতে পরিশোধের শর্তে এই সিপিইউ ক্রয় করা হলো। তাছাড়া মনিটর ক্রয় করা হয়েছে ১২,৫৫০/= টাকা দিয়ে যার মধ্যে ৮,০০০/= টাকা কিস্তিতে।

শর্ত অনুযায়ী প্রতি মাসে সিপিইউ ক্রয়ের কিস্তি শোধ করতে হবে ৩,৯৫৮/= টাকা ও মনিটরের ১,৫০০/= টাকা।

বর্তমান সিপিইউ ক্রয়ের কিস্তি পরিশোধের পর পাঠাগারে আরও দুটি কম্পিউটার ক্রয় করা হবে আপনাদের সহযোগিতায়।

আমরা বিশ্বাস করি বর্তমান সিপিইউ ক্রয়ের কিস্তি পরিশোধে আপনাদের আমরা পাশে পাবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হাইটেক পার্ক নির্মাণের স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি ফিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ ও বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে এলাকার যুবসমাজ মুক্তি পাবে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

হিসাবের নাম : জ্ঞানান্বেষণ পাঠাগার
সঞ্চয়ী হিসাব নং : ০১০০১৩৯৭০৪৮১৩
রাউটিং নাম্বার : ১৩৫২২০৮৫০
জনতা ব্যাংক লিমিটেড, রামু শাখা।

(বিকাশ, রকেট,নগদ)
(পারসোনাল একাউন্ট) ০১৮১৩৯৫৪৩৫৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *