পাঠাগার পুনঃনির্মাণে সহযোগিতার আহবান জানাচ্ছি। শুভেচ্ছা সকলকে। আশা করি সকলে স্বপরিবারে ভালো আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে, রামুতে গড়ে উঠা জ্ঞানান্বেষণ পাঠাগার পুনঃনির্মাণের কাজ পুনরায় শুরু করা হয়েছে।
পুনঃনির্মাণের কাজ চলমান রাখতে নিম্নোক্ত কাঁচামাল প্রয়োজন। আপনার সাধ্যমতো সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।
১। রড – ২৪টি ৫ সুতা, ১৬ এমএম।
মোট মূল্য: (৩৫,০০০/=)
২। সিমেন্ট – ২০ ব্যাগ।
মোট মুল্য :(৯,০০০/=)
৩। কংক্রিট – ১২০ ফুট।
মোট মূল্য : (১১,০০০/=)
৪। বালু – ১ গাড়ি
মোট মূল্য : (২৫০০/=)
৫। মিস্ত্রি মজুরী- ১০,০০০/=
লক্ষ্য ও উদ্দেশ্য
শুধুমাত্র বই পড়াকে কেন্দ্র করে পাঠাগার গড়ে উঠেনি। বরং রক্ত দান, সামাজিক উন্নয়ন, ফিল্ম সোসাইটি, রাজনৈতিক সচেতনতা, সাংস্কৃতিক কর্মকান্ড, প্রি-প্রাইমারী,কম্পিউটার ও ফিল্যান্সিংসহ নানান উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত জ্ঞানান্বেষণ পাঠাগার।