ক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত বেসরকারী জ্ঞানান্বেষণ পাঠাগার’র সাধারণ সদস্যরা ইউক্রেন ও রাশিয়ায় চলমান যুদ্ধের বিরুদ্ধে মৌন প্রতিবাদ করেছেন।
শুক্রবার বেলা তিনটার দিকে জ্ঞানান্বেষণ পাঠাগার’র অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ জানানো হয়।
হ্যাশট্যাগে “স্টপ ওয়ার” ও “সে টু নো ওয়ার” ছাপানো প্লেকার্ড ও মাস্ক পড়ে প্রায় পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিরবতা পালন করেন সদস্যরা। পাশাপাশি মহাদেব সাহার কবিতার “কতোদিন কোথাও ফোটে না ফুল, দেখি শুধু অস্ত্রের উল্লাস” লাইন ছাপানো প্লেকার্ডও হাতে দেখা যায়।
পাশাপাশি পাঠাগার’র সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক শিপ্ত বড়ুয়া যুদ্ধবিরোধী কবিতা পাঠ করেন। তবে এই মৌন প্রতিবাদ সমাবেশে কোন প্রকার বক্তব্য রাখেননি কেউ।
জ্ঞানান্বেষণ পাঠাগার’র সভাপতি আব্দুল মান্নান জানান, বিশ্বে প্রধান দেশগুলো যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠেছে। রাশিয়া একটি শক্তিধর দেশ হওয়া স্বত্ত্বেও আলোচনার পথ বন্ধ করে যুদ্ধ শুরু করেছে। এদিকে আবার ইউক্রেনও পাল্টা হামলা চালাচ্ছে। আমরা এই যুদ্ধের তীব্র প্রতিবাদ জানাই।